ताज़ा ख़बरें

সন্তান ও স্বামীর সম্মুখে গণধর্ষণ মহিলাকে

স্বামী ও সন্তানের সামনেই গণধর্ষণ। যাবজ্জীবন কারাদণ্ড তিনজনের।

দিব্যেন্দু গোস্বামী
বীরভূম, পশ্চিমবঙ্গ

স্বামী ও সন্তানের সামনে গণধর্ষণ—যাবজ্জীবন কারাদণ্ড ৩ জনের

২০১৭ সালের ৩০ জানুয়ারি। ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় একটা। রাতের অন্ধকারে এক গৃহস্থ পরিবারের দরজা ভেঙে ঢুকে পড়ে কিছু দুষ্কৃতী। বজবজ থানার অন্তর্গত বিশুখারা গ্রামের সেই ছাপোষা পরিবারে চূড়ান্ত বিপর্যয় নেমে এসেছিল ওই অভিশপ্ত রাতে। টাকা-পয়সা, সোনা-দানা লুট করেও যখন নরপিশাচদের সাধ মেটে নি, তখন তাদের পাশবিক লালসার শিকার হয়েছিলেন এক অসহায় গৃহবধূ, তাঁর স্বামী ও সন্তানের সামনে।
অভিযোগ দায়ের হল,বজবজ থানার তৎকালীন তদন্তকারী অফিসার সাব-ইন্সপেক্টর ধীমান বৈরাগীর নেতৃত্বে শুরু হল সত্যান্বেষণ। জেলা পুলিশের পুঙ্খানুপুঙ্খ তদন্ত, গোপন সূত্র, সঠিক প্রমাণ সংগ্রহ এবং আইনি লড়াইয়ের পথ পেরিয়ে অবশেষে আটক করা গেল তিন জনকে। পরবর্তীতে অ্যারেস্ট হল দলের মূল পান্ডা ধনু শেখ ও আরও একজন সন্দেহভাজন। TI Parade-এর মাধ্যমে দোষীদের শনাক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছিল পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে। মামলা চলাকালীনই জেলে মৃত্যু হয় অন্যতম আসামি ইমাম শেখের। অপর এক সন্দেহভাজন ইব্রাহিম শেখ উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে খালাস পায়। বাকি তিনজন? শেখ রমজান (৪৭), আব্দুল হামিদ মোল্লা (২৭) এবং ধনু শেখ (৪৫) – এই তিন নরপিশাচ সম্প্রতি দণ্ডিত হয়েছে যাবজ্জীবন কারাবাসে।

Show More
Back to top button
error: Content is protected !!