
দিব্যেন্দু গোস্বামী
কলকাতা, ওয়েস্ট বেঙ্গল
বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই। মাত্র একটি বছরের পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকান্ড। দল-ভাঁঙাতেও নেমেছে বিভিন্ন দল গুলি। এরই মধ্যে বিভিন্ন দল থেকে বিজয়ী প্রার্থীরা আস্তে আস্তে যোগদান করছে তৃণমূল কংগ্রেসে। বিরোধীদের যে সিট ছিল সেখান থেকে কমেছে অনেকটাই। এদিকে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসক দল হওয়ার সুবিধা নিয়ে বিভিন্ন কারণে আস্তে আস্তে বিজেপির থেকেও অনেক পিছিয়ে যায় সিপিআইএম। পিছিয়ে যায় তাদের ছাত্র সংসদ যেগুলি দখলে ছিল সবগুলোই নিশ্চিহ্ন হতে শুরু করে এরই প্রতিবাদ জানিয়েছেন তারা। তারা অভিযোগ চালিয়েছেন যে সাধারণ ছাত্র-ছাত্রীদের কে ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি তাদের দলে টেনে নিয়েছে। তাই তারা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বারুইপুরের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিল। এদিন উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী এবং মীনাক্ষী মুখার্জী সহ বহু সিপিআইএমের সদস্য এবং কর্মীবৃন্দ। এসপি অফিস ঘেরাও নিয়ে ইতিমধ্যেই পুলিশ সজাগ ছিল। গেটের সামনেই মোতায়েন করা হয়েছিল প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী এবং র্যাপ। কিন্তু অশান্তির তেমন কোন খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি।