ताज़ा ख़बरें

আজ আন্তর্জাতিক নারী দিবস

নিউ ইয়র্কে যে সমস্ত নারী ছিনিয়ে নিয়েছিল তাদের কাজের অধিকার তাদেরকে জানাই কুর্নিশ

দিব্যেন্দু গোস্বামী।

আগে মহিলাদেরকে নিযুক্ত করা হতো বিভিন্ন কারখানায়। সেই কারখানা অল্প মজুরি দিয়ে তাদেরকে কাজ করানো হতো প্রায় ১২ ঘণ্টা ।মজুরি ও ছিল অত্যন্ত কম। তারই পরিপ্রেক্ষিতে মহিলাদের জাগরণ ৮ ঘন্টা বেশি কাজ না করার বিদ্রোহ। আস্তে আস্তে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে।১৮৫৭ খ্রিস্টাব্দে মজুরিবৈষম্য, কর্মঘণ্টা নির্দিষ্ট করা, কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নারীরা আন্দোলন শুরু করে । প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিলেন সুতা কারখানার নারী শ্রমিকেরা। সেই মিছিলে চলে সরকার লেঠেল বাহিনীর দমন-পীড়ন। ১৯০৯ সালের ২৮ ফেব্রুয়ারি নিউইয়র্কের সোশ্যাল ডেমোক্র্যাট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন হলো। ক্লারা ছিলেন জার্মান রাজনীতিবিদ। জার্মান কমিউনিস্ট পার্টির স্থপতিদের একজন। এরপর ১৯১০ খ্রিস্টাব্দে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন।১৭টি দেশ থেকে ১০০ জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে ক্লারা প্রতি বৎসর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। সিদ্ধান্ত হয় ১৯১১ খ্রিস্টাব্দ থেকে নারীদের সম-অধিকার দিবস হিসেবে ৮ই মার্চ পালিত হবে।

Show More
Back to top button
error: Content is protected !!