ताज़ा ख़बरें

তারাপীঠে সমাধি ক্ষেত্র নিয়ে উত্তেজনা

তারাপীঠে জল নিকাশি ব্যবস্থা শ্মশানের দিক দিয়ে করার ফলে শান্তি ভঙ্গ হয়েছে শ্মশান যাত্রীদের

দিব্যেন্দু গোস্বামী
তারাপীঠ, পশ্চিমবঙ্গ

তারাপীঠের দীর্ঘদিনের সমস্যা জল নিকাশি ব্যবস্থা। সেই জল নিকাশি ব্যবস্থার জন্য স্থানীয় পঞ্চায়েত বিভিন্ন রকমের প্রস্তাব এবং বেশ কিছু প্রস্তাবের রূপায়ণ ঘটিয়েছে ঠিক কথায়। কিন্তু পুরোপুরি এখনো অব্দি সেগুলো মেটেনি আর এই না মেটার কারণে তারা জল ফেলতে চাইছে শ্মশানের দিক হয়ে নদীতে। অবশ্য এই নিয়ে রাজনৈতিক রঙ লেগেছে। বিজেপি কয়েকদিন আগে এখানে জল ফেলার বিরোধিতা করে এবং ওই গর্ত বুঝিয়ে দেয়। তারপরেও আবারও নতুন করে এই ধরনের ঘটনায় তারাপীঠ অশান্ত হয়ে উঠেছে। কিন্তু এখানে যেমন মৃতদেহকে সৎকার করা হয় তেমনি ভাবে বৈষ্ণব ধর্মাবলম্বী যারা রয়েছে তাদেরকেও ওখানে সমাধিস্ত করা হয়ে থাকে। অতএব শ্মশানে দিক দিয়ে যদি জল পাশ করা হয় তাহলে এই অপবিত্র জল পড়বে স্থানীয় যে সমস্ত সমাধি ক্ষেত্র এবং শ্মশানের ওপর। সেই কারণেই ওখানকার যারা সাধু সন্তরা রয়েছেন যারা প্রত্যেক অমাবস্যায় এসে এখানে ১০ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যার আরাধনা করেন মা তারার। তাদেরও অত্যন্ত কষ্ট হবে কারণ এই দিকে জল পাশ করলেই তার দুর্গন্ধ ছড়িয়ে পড়বে গোটা এলাকায়। সেই কারণেই আজ অর্থাৎ বুধবার সকালে কাজ আরম্ভ হলেই সেখানে তারাপীঠের যে সমস্ত সাধকরা ছিল সবই তারা এসে কাজ এক প্রকার বন্ধ করে দেয়। এই নিয়ে তারা মুখও খুলেছে এবং তারা জানিয়েছে তাদের অনেক শীস্য এখানে সমাধিস্থ করা হয়েছে তার ওপর দিয়ে কোনোভাবেই জল ফেলা যাবে না।

Show More
Back to top button
error: Content is protected !!