ताज़ा ख़बरें

জাল ভ্যাকসিনে মৃত্যু হল ৫৪ দিনের এক সদ্যজাতর

জাল ভ্যাকসিন এর কবলে পড়ে মৃত্যু হল এক চোদ্দ জাত শিশু তদন্তে নেমেছে জলপাইগুড়ি থানার পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর

দিব্যেন্দু গোস্বামী

জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ

 

 

পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য কেন্দ্রে ছড়িয়ে পড়িয়েছে বিভিন্ন ধরনের জাল ওষুধ। যার মধ্যে বাচ্চাদের ওষুধ থেকে বড়দের ওষুধ সকলি রয়েছে। কোথা থেকে এবং কিভাবে এই জাল ওষুধ তৈরি করা হচ্ছে তার নমুনা ইতিমধ্যে সংগ্রহ করা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত সেই ওষুধ খেয়ে মৃত্যুর ঘটনা এড়ানো যায়নি, বিভিন্ন ধরনের ওষুধ যেমন ব্যথার ওষুধ, হার্টের ওষুধ কিডনি প্রভৃতি মূল্যবান শারীরিক অঙ্গগুলিকে বিকল করে দিচ্ছে এই সমস্ত জাল ওষুধ কারবারিরা।ইতিমধ্যে পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছে বেশ কিছু দুর্বৃত্তকে। যারা ওই সমস্ত ওষুধ যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে না রেখে অল্প পরিমাণ ওষুধ দিয়ে মানুষের ক্ষতি সাধন করে চলেছে তাতেই মৃত্যু ঘটছে। বাচ্চা থেকে বয়স্ক মানুষের এই মৃত্যু থেকে রেহাই পাচ্ছে না সদ্যজাত শিশুরাও। তাই তাদের পাশে দাঁড়াতে জলপাইগুড়িতে পৌঁছে গেল সিপিআইএমের রাজ্য এবং জেলা স্তরের নেতা-নেত্রীরা। ঘটনায় প্রকাশ ভ্যাকসিন নেওয়ার পরই হাঁচি, নাক-মুখ দিয়ে রক্ত! ৫৪দিনের মেয়েকে হারিয়ে ‘ভেঙে পড়লেন’ মা।

থানায় অভিযোগ করা হয় ও পরিবারের পাশে SFI ,DYFI জলপাইগুড়ি জেলা ও রাজ্য নেতৃত্বরা।উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদক পীযূষ মিশ্র জেলা নেতৃত্ব কৌশিক ভট্টাচার্য DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জী রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে জেলা সম্পাদক শুভায়ু পাল জেলা সভাপতি অর্পণ পাল সহ জেলা নেতৃত্ব রা।

Show More
Back to top button
error: Content is protected !!