ताज़ा ख़बरें

যোগ ব্যায়ামে বাংলার জয় জয়কার

যোগ ব্যায়াম প্রতিযোগিতায় এবার বাংলার জয়জয়কার একটি সোনা সহ চারটি রূপ ও পদক হাসিল করেছেন তারা।

দিব্যেন্দু গোস্বামী
বীরভূম, পশ্চিমবঙ্গ

৪৯তম সিনিয়র জাতীয় যোগব্যায়াম প্রতিযোগিতা শুরু হয়েছিল কয়েকদিন আগে সেই চ্যাম্পিয়ন ট্রফি কার হাতে আসবে এই নিয়ে শুরু হয়েছিল বিভিন্ন রাজ্যের প্রতিনিধিদের মধ্যে প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় উঠে এলো পশ্চিমবঙ্গের নাম মুখ উজ্জ্বল করলো, জাতীয় চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ পুলিশের দুর্দান্ত সাফল্য। সব রাজ্যকে পিছনে ফেলে পশ্চিমবঙ্গের প্রতিযোগী স্বর্ণপদক নিয়ে বাংলার মান উজ্জ্বল করল। কোথায় আছে যে রান্না করে সে সিন্দুর ওপরে অর্থাৎ কিনা মহিলা চ্যাম্পিয়ন বিভাগে, সবাইকে টেক্কা দিয়ে স্বর্ণপদক লাভ করল প্রীতি কুমারি প্রাসাদ তার কষ্টতেই বার্তা মহিলা হলেও নিজেকে কখনো পুরুষদের থেকে কম ভাববেন না। কারণ তারা বর্তমানে অনেক উচ্চতার জায়গায় পৌঁছে গিয়েছে আমাদের পক্ষ থেকে প্রীতি কুমারী কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।সদ্য শেষ হয়েছে ৪৯তম সিনিয়র জাতীয় যোগব্যায়াম চ্যাম্পিয়নশিপ। পশ্চিমবঙ্গ পুলিশের প্রতিযোগীরা দুর্দান্ত সাফল্য পেয়েছেন, রাজ্যের ঝুলিতে এসেছে ১ টি সোনা এবং ৪ টি রূপো। প্রীতি কুমারি প্রসাদ পেয়েছেন একটি সোনা, রূপো জিতলেন যাঁরা শিল্পা সিং, সম্ভুরাম বর, জসিম উদ্দিন মোল্লা, সেন্টু ভট্টাচার্য।

Show More
Back to top button
error: Content is protected !!