
উত্তর প্রদেশ থেকে তারকেশ্বর যাওয়ার পথে বীরভূমের মল্লারপুরে একটি টুরিস্ট বাস্ আটকালো পরিবহন দপ্তর।
এমনই অভিযোগ করেছে বাসের যাত্রীরা । শুধু এখানেই নয় জানা যাচ্ছে পরিবহন দপ্তর বাসটিকে যখন আটকায় তখন তার কাগজপত্র ঠিক ছিল না যার কারণে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন তারা। পরিবহন দপ্তরের তরফ থেকে সমস্ত ব্যাপারটিও অস্বীকার করেছে। খবর ছিল ওই বাসে বেশ কিছু দুষ্কৃতী রয়েছে সেই মোতাবেক তারা ওখানে গিয়ে বাসটির কাগজপত্র লাইসেন্স এবং এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রবেশ করার যে ছাড়পত্র সেটাও রয়েছে কিনা তা খতিয়ে দেখেন। প্রায় দেড় ঘন্টা ধরে আটকে থাকার পর তার পরে বাস থেকে ছেড়ে দেওয়া হয়। এদিকে যখনই বাসটিকে আটক করেছিল পরিবহন দপ্তর তখনই কান্নায় ভেঙে পড়ে যাত্রীরা। অনেকে ভয়ে কি করব সেটাও বুঝে উঠতে পারছিল না। পরে অবশ্য বাসটিকে ছেড়ে দেওয়াই অনেকেই জানিয়েছে তারা তারকেশ্বর যাচ্ছিল শিবের মাথায় জল ঢালার জন্য। পথের মধ্যেই এই ধরনের বিপর্যয় ঘটবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি। যাই হোক শেষ পর্যন্ত তারা ছেড়ে দেওয়াই রওনা দেন তারকেশ্বরের উদ্দেশ্যে।
ক্যামেরায় অভিকের সঙ্গে দিব্যেন্দু গোস্বামী রিপোর্ট মোল্লারপুর ওয়েস্ট বেঙ্গল।