
দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ
- গতকাল রাত্রে ভাগবতকথা বাচক নিরস্ত্র হিরণ্ময় গোস্বামী মহারাজ পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর গ্রামে কয়েকজন জেহাদির হাতে আক্রান্ত হন। ওনার মাথার ‘জটা’ কেটে নেওয়া হয় এবং জেহাদিদের অস্ত্রের আঘাতে হিরন্ময় মহারাজ গুরুতর আহত হন।
গতকাল রাত তিনটার সময় ঘটনার বিষয়ে অবগত হওয়ার পর তমলুক কার্যালয়ের কর্মীরা ওনাকে ঘাটাল হাসপাতাল থেকে তমলুকের একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তর করে। বর্তমানে উনি সেখানে চিকিৎসাধীন থাকায় আজ ওনাকে দেখতে তমলুকের সেই নার্সিংহোমে গিয়ে,হিরন্ময় মহারাজের সাথে কথা বলে ওনার শারীরিক পরিস্থিতির খোঁজ নেওয়ার পর,
ওনার আরও উন্নতমানের চিকিৎসা করানোর জন্য ওনাকে কলকাতার প্রাইভেট হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতার ব্যবস্থা করার অঙ্গীকার করলেন সনাতনের সেবক বাংলার জনপ্রিয় জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।