ताज़ा ख़बरें

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমন্বয় সভা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমন্বয় সভা
গৌতম দেব নাথ ও দিব্যেন্দু গোস্বামী: কলকাতা

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমন্বয় সভা। হাবড়া ১নং পঞ্চায়েত সমিতির কন্যাশ্রী হলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়ার বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়।
উত্তর ২৪ পরগনা জেলার পরিষদ জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ্য শ্রী অজিত সাহা মহাশয়
হাবড়ার S D PO শ্রী প্রসেনজিৎ দাস মহাশয়।
হাবড়া থানার IC শ্রী অনুপম চক্রবর্তী মহাশয়।
উত্তর ২৪ পরগনা জেলার পরিষদ কৃষি কর্মকর্তা শ্রী জ্যোতি চক্রবর্তী মহাশয়।
হাবড়ার ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নেহাল আলি মহাশয় সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

Show More
Back to top button
error: Content is protected !!