
দিব্যেন্দু মোহন গোস্বামী।
পশ্চিমবঙ্গ।
উর্দি পড়ে হিন্দি গানে মত্ত হয়ে পুলিশের উদ্দাম নৃত্য। শুক্রবার অর্থাৎ হোলির দিন ভারতের কোনায় কোনায় চলছে হোলি কিংবা দোল বা বসন্ত উৎসব ।এই দিনটিকে সবাই বিশেষভাবে পালন করে থাকে। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন চিরাচরিত প্রথার মাধ্যম দিয়ে হলি বা বসন্ত উৎসব পালন হয়ে থাকে। এই উৎসবকে কেন্দ্র করে ৮ থেকে ৮০ সকল মানুষের উৎসাহ চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গায় রাস্তায় আবির নিয়ে সকলকে রাঙিয়ে দিতে উপস্থিত থাকে মহিলা ,পুরুষ, শিশু সকলেই। কেউ কেউ মন্দিরে গিয়েও আজকের দিনটিকে মাথায় রেখে সেখানে গিয়ে দেবতার আশীর্বাদ গ্রহণ করে থাকেন। আবির খেলা ও এই দোলের অন্যতম অংশ। কিন্তু যারা সামাজিক রক্ষক তারা আজকে এমনই আবির খেলায় মত্ত যে তাদেরকে ডাকলেও পাওয়া যাবে কিনা সন্দেহ। যারা সমাজকে পক্ষান্তরে ন্যায় দেওয়ার কাজে ব্যস্ত থাকেন প্রাথমিকভাবে তাদের পুলিশ নামে অভিহিত করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশের চাকরি করা সত্ত্বেও এদিন তারা তাদের উর্দি পড়েই হিন্দি গান চালিয়ে দিয়ে অংশগ্রহণ করল উদ্দাম নৃত্য। সমাজে যা প্রকৃতপক্ষে দেখতে পাওয়া যায় না। এবং উর্দি পড়ে এই ধরনের নাচ করা কি যায় এইটা নিয়ম প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিশের এই ধরনের নাচ সচরাচর দেখতে পাওয়া যায় না। প্রকৃতপক্ষে বলা যেতেই পারে প্রত্যেক মানুষের হোলি খেলার বা আবির খেলার অগ্রাধিকার দিতে হবেই। কিন্তু তা হিন্দি গানের মাধ্যমে নৃত্য পরিবেশিত হবে এটা কেউই সহজ ভাবে মেনে নিতে পারছে না। তারা জানিয়েছে এই ধরনের ঘটনা আমাদের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিচ্ছে। এই সময় যদি কোন দুর্ঘটনা ঘটে যায় তাহলে পুলিশকে কি সঙ্গে সঙ্গে পাওয়া যাবে? এই প্রশ্ন তারা রেখেছে। পুলিশের কাছেই আজকের দিনটি দোল, হোলি বা বসন্ত উৎসব যাই বলুক না কেন এইভাবে পুলিশের পোশাক পড়ে নেমপ্লেট লাগিয়ে হিন্দি গানের সঙ্গে নাচ এটা বড়ই বেমানান।