দিব্যেন্দু গোস্বামী
কলকাতা,পশ্চিমবঙ্গআগামীকাল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু। কয়েক লক্ষ পরীক্ষার্থী বসতে চলেছেন জীবনের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষায়। কাল সকাল থেকেই পরীক্ষার্থীরা রওনা দেবেন নিজের নিজের পরীক্ষাকেন্দ্রে, বিভিন্ন স্কুল এবং কলেজে। দুৰ্ভাগ্যের, কালই একটি রাজনৈতিক সংগঠনের তরফে রাজ্য জুড়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যতই খারাপ পরিস্থিতি হোক না কেন মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই দুটি বর্তমানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করে দেয় ।সেখানে এই ধরনের হঠাৎ করে উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই বন্ধ ডেকে আরো বেশি পিছনে পড়ে গেল বিশেষ একটি রাজনৈতিক দল। পরীক্ষার্থীদের অভিভাবক এবং অভিভাবিকারা জানিয়েছেন শুধু পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের প্রতিকূলতায় ফেলে, এমন কোনও কর্মসূচি ছাত্রছাত্রীদের স্বার্থে হতে পারে না। নির্বিঘ্নে এবং নিরাপদে যাতে কাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন, সেটাই প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সেই উদ্দেশ্যে কাল রাজ্যের সর্বত্র সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে প্রত্যেকটি জেলায় জেলায়। পরীক্ষাকেন্দ্রগুলিতে থাকবে বাড়তি নজরদারি, এবং সিসিটিভির ক্যামেরা বসানো থাকবে। বিভিন্ন পুলিশ স্টেশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের অনুরোধ, রাস্তায় কোনওরকম অসুবিধেয় পড়লে নিকটবর্তী পুলিশকর্মীদের সাহায্য নিন, পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যাতে নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারেন, সে দায়িত্ব পুলিশ কর্মীদেরও। পরীক্ষার্থীদের স্বার্থ বিঘ্নিত হয়, এমন যে কোনও কর্মসূচিতে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।