![](https://triloknews.com/wp-content/uploads/2024/10/IMG-20240916-WA00171-2.jpg)
দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ
- রতন টাটার মৃত্যুর পর অবশেষে কি আবারো টাটা আস্তে চলেছে পশ্চিমবঙ্গে? টাটার স্বপ্নের প্রকল্প ন্যানো গাড়ি তৈরি করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু পারেননি রতন টাটা। বাধ্য হয়ে চলে যেতে হয়েছিল তাকে। তার মৃত্যুর পর আবারো কি
বিনিয়োগ করতে আগ্রহী টাটা গ্রুপ? এই নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়ে গিয়েছে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস আর সেই তৃণমূল কংগ্রেস ই একদিন এই টাটা গ্রুপকে বঙ্গ ছাড়া করেছিল। তৈরি হয়নি ২০০৬ সালের বামফ্রন্ট জমানার বুদ্ধদেব ভট্টাচার্যের কর্মসংস্থানের প্রকল্প নেনো গাড়ি তৈরীর কারখানা। তখন তৃণমূল কংগ্রেস বিরোধিতা করেছিল। সেই তৃণমূল কংগ্রেস বর্তমানে টাটা গ্রুপকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন এমনই খবর সূত্রে। প্রসঙ্গত উল্লেখ্য ২০০৬ সালে যখন টাটা গ্রুপের ন্যানো গাড়ি তৈরি করার কারখানা শুরু করে দিয়েছিল সিঙ্গুরে। সেই সময়ই চাষীদের পাশে থাকার অঙ্গীকার করেছিল বর্তমান সরকারের দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে অনশন করেছিলেন বর্তমানে সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাছাড়াও সিঙ্গুরের বেশ কিছু অংশ ভাঙ্গা হয়েছিল। যারা জমি দিয়েছিল তারা আশা করেছিল তাদের টাটা গ্রুপে কাজ হবে। বদলে যাবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিকাঠামো। বিশ্বের সামনে সবচেয়ে কম দামে চার চাকার গাড়ি ন্যানো তৈরি হলে উপকৃত হবে বহু মানুষ। কিন্তু তা আর হয়ে ওঠেনি।পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস সরকারে আসার পরেই তারা মর্মে মর্মে উপলব্ধি করেছেন যে শিল্প ছাড়া উন্নতি সম্ভব নয়। সেই কারণে টাটা গ্রুপকে আবারও আমন্ত্রণ জানানো হয়েছে সরকারের তরফে। সূত্রের খবর টাটা গ্রুপকে জানানো হয়েছে সব রকমের সাহায্য করা হবে সরকারের তরফ থেকে। পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে হাজির হয়েছে ভারতের বিভিন্ন শিল্পপতি এবং বিভিন্ন দেশের শিল্পপতিদের প্রতিনিধিরা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বানি, জিন্দাল সহ আরো বেশ কয়েকজন বড় শিল্পপতিরা।