ताज़ा ख़बरें

রাজ্যে বারবার বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণ।

পশ্চিমবঙ্গে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ মৃত্যু হলো চার মহিলার আহত আরো এক

দিব্যেন্দু গোস্বামী

বীরভূম, পশ্চিমবঙ্গ

 

রাজ্যে বারবার বাজি কারখানার ভয়াবহ বিস্ফোরণ। মৃত্যু হল চারজনের। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ আরো দুইজনের মৃতদেহ সরিয়ে ফেলা হয়েছে। বারবার রাজ্যের বুকে এই ধরনের বাজি কারখানার বিস্ফোরণ লাদাম টানতে ব্যর্থ পুলিশ প্রশাসন এবং দমকল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় গজিয়ে উঠেছে বাজি কারখানা। কিছু কিছু কারখানায় রয়েছে লাইসেন্স আবার কোন কারখানায় লাইসেন্সবিহীন ভাবে চলছে সেগুলি দেখার দায়িত্ব যাদের ওপর দেওয়া হয়েছে তারা এক প্রকার ব্যর্থ বলা যেতেই পারে। যদিও বেআইনি বাজি কারখানার গুলিকে চিহ্নিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে চিফ সেকেটারি অধীনে একটি টিম তৈরি করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু সেই টিম ঘোষনা করার পর কিভাবে বেআইনি এই সমস্ত বাজি কারখানা গুলি এখনও মজুদ রয়েছে সেই নিয়েও কিন্তু প্রশ্ন রয়ে যায়। কারখানা তৈরি করতে গেলে ন্যূনতম যে ব্যবস্থা থাকা দরকার তাও নেই এই সমস্ত কারখানা গুলিতে। তাই যখন তখন ওই ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া যায়। এমনই ঘটনা ঘটলো এবার নদীয়ার কল্যাণীর রথতলায় বেআইনিভাবে একটি বাড়িতে বাজি তৈরি করা হচ্ছিল বলে সূত্রে খবর। হঠাৎ দুপুরে বিকট বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা। তারা বুঝে উঠতে পারেনি কি কারনে এই ধরনের ঘটনা ঘটলো? তারা বেরিয়ে এসে দেখে তাদেরই প্রতিবেশী খোকন বিশ্বাসের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে পুরোপুরিভাবে উড়ে গিয়েছে সমস্ত বাড়ি। সেখানে ছিন্নভিন্ন হয়ে পড়ে আছে চারটি মৃতদেহ। চারজনই মহিলা বলে জানা গিয়েছে অন্য জায়গায় পড়ে আছে ঝলসানো আরও এক মৃতদেহ। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি জহরলাল নেহেরু হাসপাতালে নিয়ে যান। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং দমকল বাহিনী স্থানীয় মানুষেরা দমকলের সাহায্য নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের বাজি কারখানার কোন রকমের লাইসেন্স তাদের কাছে নেই। পুলিশ প্রশাসন অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত কোন মুখ খোলেননি। কিন্তু এই বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে বারবার মুখ খুলেছে সাধারণ মানুষ। কেন এইভাবে বাজি কারখানা গুলি বিনা লাইসেন্সে গজিয়ে উঠেছে তা দেখতেও ব্যর্থ রাজ্য সরকার এমনই অভিযোগ করেছে বিরোধীদল বিজেপি।

Show More
Back to top button
error: Content is protected !!