তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত হয় এক নিষ্পাপ শিশুর! তারই প্রতিবাদে বিজেপি উত্তর কলকাতা সাংগঠনিক জেলার বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এই ঘটনা পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে চরমতর সাজা ঘোষণা করুক আদালত। ছোট্ট ফুটফুটে একটি মেয়ে যার নাম তামান্না খাতুন কে লক্ষ্য করে বোমা মেরে তৃণমূলের দুষ্কৃতীরা হত্যা করে তার ই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এ কথা জানিয়েছেন। শুধু তামান্নায় এই ধরনের ঘটনার সাক্ষী থাকলো ঠিক কথাই। কিন্তু এর আগেও বীরভূমের বিভিন্ন জায়গায় তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলার মধ্যে রেখে দেওয়া হচ্ছে বোমা। ছেলেরা খেলতে গিয়ে বল ভেবে যখনই সেগুলিকে তুলতে যায় তখনই বিস্ফোরণের ঘটনা ঘটে, এই নিয়ে 2025 সালের 4 বার এ ধরনের ঘটনা ঘটলো। কালী গঞ্জের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিজয়ী মিছিল থেকে এই ধরনের সকেট বোমা ছোড়া হয়েছিল তার ফলেই মৃত্যু হয় তামান্না খাতুনের। তামান্না আর ফিরে আসবে না জেনে বাড়ির সামনে প্রতিবেশীদের ভিড় লক্ষ্য করা যায় ছোট্ট ওই মেয়েটিকে শেষবারের জন্য দেখতে। ছোট্ট মেয়েটি হঠাৎ করে সবাইকে ছেড়ে চলে যাওয়ায় স্বভাবতই কান্নায় ভেঙে পড়েছে তার মা। তিনি পুলিশি তদন্তের ওপর নির্ভর করতে নারাজ তিনি জানিয়েছেন এই ঘটনায় সিবিআই তদন্ত হোক।
![]()
পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট
পশ্চিমবঙ্গের বীরভূম জেলা থেকে দিব্যেন্দু গোস্বামীর রিপোর্ট











