
‘গরিব বাজার’-এ পাঁচ টাকায় নতুন জামা!
একসময় তাঁর নতুন জামা কেনার সামর্থ্য ছিল না। আজ সেই অভাব নেই, কিন্তু আর কোনও শিশুর যাতে সেই গ্লানিবোধটুকু না হয়, সেই লক্ষ্যে নিরন্তর প্রয়াস করছেন ব্যারাকপুর কমিশনারেটের নিমতা থানা এলাকার সিভিক ভলান্টিয়ার অমিত সরকার। তিনি এবং তাঁর স্ত্রী চালু করেছেন ‘গরিব বাজার’। কীভাবে, তারই সংক্ষিপ্ত বিবরণ রইল সঙ্গের ভিডিওটিতে।
দিব্যেন্দু গোস্বামী রিপোর্ট পশ্চিমবঙ্গ বীরভূম