ताज़ा ख़बरें

ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত নগদ ২২ লক্ষ, গ্রেফতার ২৫

ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত নগদ ২২ লক্ষ, গ্রেফতার ২৫

দিব্যেন্দু গোস্বামী।

পশ্চিমবঙ্গ

ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত নগদ ২২ লক্ষ, গ্রেফতার ২৫ ।দিনকয়েক আগে বিধাননগরের লেকটাউন ও বারুইপুর থানা এলাকায় দুটি ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করেছে পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম উইং। এই কল সেন্টারগুলি থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত। গ্রেফতার হয়েছেন ৪ মহিলা সহ ২৫ জন, বাজেয়াপ্ত হয়েছে নগদ ২২ লক্ষ টাকা , মোট ২৯টি কম্পিউটার, ৬টি ল্যাপটপ, প্রচুর মোবাইল ফোন , বহু ইলেকট্রনিক গ্যাজেট এবং অন্যান্য ভুয়ো নথিপত্র।

Show More
Back to top button
error: Content is protected !!