
দিব্যেন্দু গোস্বামী।
পশ্চিমবঙ্গ
ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, বাজেয়াপ্ত নগদ ২২ লক্ষ, গ্রেফতার ২৫
।দিনকয়েক আগে বিধাননগরের লেকটাউন ও বারুইপুর থানা এলাকায় দুটি ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস করেছে পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম উইং। এই কল সেন্টারগুলি থেকে আমেরিকা ও অস্ট্রেলিয়ার নাগরিকদের টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার নামে প্রতারণা করা হত। গ্রেফতার হয়েছেন ৪ মহিলা সহ ২৫ জন, বাজেয়াপ্ত হয়েছে নগদ ২২ লক্ষ টাকা , মোট ২৯টি কম্পিউটার, ৬টি ল্যাপটপ, প্রচুর মোবাইল ফোন , বহু ইলেকট্রনিক গ্যাজেট এবং অন্যান্য ভুয়ো নথিপত্র।