ताज़ा ख़बरें

তারাপীঠ শ্মশানে স্বচ্ছতা আনতে বিজেপির বিক্ষোভ

দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ

  1. বহুদিন ধরে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ অঞ্চলে যে সমস্ত হোটেল ব্যবসায়ীরা রয়েছে। তাদের নোংরা আবর্জনা ফেলা হচ্ছে শ্মশানেরই একটি পাসের জায়গায়। শুধু যে নোংরা ফেলা হচ্ছে তা নয় তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পশু পাখিদের ওখানে ফেলে দেওয়া হয় মৃত্যুর পর। আস্তে আস্তে অপবিত্র হয়ে উঠছে তারাপীঠের মহাশ্মশান। বিশেষ করে যেখানে বৈষ্ণব ধর্মালম্বি মানুষেরা মারা যান তাদেরকে কবরে স্থান দেওয়া হয়। অর্থাৎ মাটি চাপা দিয়ে দেওয়া হয়। সেই মাটি চাপা দেওয়ার পর আস্তে আস্তে বেশ কিছুদিন পর দেখা যায় সেই মাটি নরম হয়ে গিয়েছে। যার ফলে হোটেলে সমস্ত কিছু অর্থাৎ নোংরা জল আবর্জনা সমস্ত জমা হচ্ছে ওই বৈষ্ণব কবরস্থান এলাকায়। এই নিয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি ও জমা দিয়েছিল বিজেপি। কিন্তু কোনরূপ প্রশাসনের সাহায্য তারা পায়নি। এমনই অভিযোগ করেছেন তারা। প্রশাসনের আশা ত্যাগ করে অবশেষে নিজেরাই উদ্যোগ নিয়ে বৈষ্ণবদের যে কবর রয়েছে তার রক্ষা করতে এগিয়ে এলেন তারা। আস্তে আস্তে সমস্ত এলাকাটিকে পবিত্র করার কাজে নেমেছে বিজেপি এবং বৈষ্ণব সমাজ। আজ তারা তারাপীঠের ওই কবরস্থান এলাকায় গিয়ে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেরাই হাত লাগায় এবং অভিযোগ করে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের বারবার বলা হলেও তেমনভাবে কোন সাড়া পাওয়া যায়নি, যার জন্য তারা আজ এই কাজ করতে বাধ্য হয়েছে।
Show More
Back to top button
error: Content is protected !!