ताज़ा ख़बरें

বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দেওচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে।

দিব্যেন্দু গোস্বামী
বীরভূম, পশ্চিমবঙ্গ

বীরভূমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প দেওচা পাঁচামি কয়লা শিল্পাঞ্চলের কাজ ইতিমধ্যে অনেকটা এগিয়ে গিয়েছে। এই প্রকল্প প্রথম দিকে জমি সংক্রান্ত বাধার সম্মুখীন হয়। সরকার সকল জমিদাতাদের সঙ্গে আলোচনা করা হয়। সেখানেই ঠিক হয় জমিদাতার চাকরির নিয়োগপত্র-সহ জমির ন্যায্য দাম দেওয়া হবে। এর পরেই কেটে যায় জট। ধাপে ধাপে সকল জমিদাতারা তাঁদের জমি শিল্পাঞ্চলের জন্য সরকারকে দিয়ে দেন। যাঁরা জমি জমি দান করেছেন, তাঁদেরকে ধাপে ধাপে জুনিয়র কনস্টেবল পদে এবং চতুর্থ শ্রেণি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে সরকারে তরফ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য ডেউচা পাঁচামি এলাকায় এশিয়ার বৃহত্তম এবং বিশ্বে দ্বিতীয় বৃহত্তম কয়লা স্তর রয়েছে। যার পরিমাণ 2170 মিলিয়ন টন কয়লা। ফলে এই কয়লাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষজনের যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে। পাশাপাশি অন্যান্য শিল্পপতিদেরকে রাজ্যে নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা হবে সেখানে। এই শিল্পকে কাজে লাগিয়ে অনু শিল্প গড়ে উঠবে। শিল্প স্থাপনে আগ্রহীদের আনা হবে রাজ্যে। এমনকি অন্যান্য জেলা ও রাজ্যকে এই কয়লা সরবরাহ করে যে পরিমাণ বিপুল অর্থ আসবে যা পশ্চিমবঙ্গে উন্নতির কাজে লাগানো হবে। ৬ ই ফেব্রুয়ারি তার কাজ শুরু হল। উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার থেকে অন্যান্য আধিকারিকরা।

Show More
Back to top button
error: Content is protected !!