ताज़ा ख़बरें

কলকাতার ইকো পার্কের খুশির ঈদের ছবি। ঈদের

কলকাতার ইকো পার্কের খুশির ঈদের ছবি। ঈদের

দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ

কলকাতার ইকো পার্কের খুশির ঈদের ছবি। ঈদের

পবিত্র সময়ে সকালবেলায় নামাজ পড়ে সকলেই যে যার বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের কোলাকুলির মাধ্যমে দিনটি পালিত হয়ে থাকে। সঙ্গে সঙ্গে মহান নবীর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। কিন্তু ঘটনাটি এখানেই নয় পক্ষান্তরে দেখা গেল অন্য আরেক চিত্র। ভারতবর্ষের এক রাজ্যে সেই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গের মাটিতে মুসলিমরা জন্মগ্রহণ করেছে সেখানেই তারা ভুলে যেতে চাই ভারত মাকে। সেই কারণে গতকাল বিভিন্ন জায়গায় ফিলিস্তিনি পতাকা ব্যবহার করে এখানকার মুসলিমরা শ্লোগান দিয়ে ফিলিস্তিনিদের পক্ষে যাওয়ার হুমকি দিল। তাদের যে মুখ্য উদ্দেশ্য কি তা সহজেই অনুমেয়
কলকাতার বুকে হাতে ফিলিস্তিনের ঝান্ডা নিয়ে খুশির ঈদ উদযাপন করছে মুসলিম সম্প্রদায়ের কিছু মানুষ। যাদের আমরা ভাই বলে ডাকতাম। ইকো পার্কটা শুনেছিলাম একটা পিকনিক স্পট, কিন্তু যা হচ্ছে, আগামীদিনে মনে হয় ইকোপার্কটাও দখল হবে।

Show More
Back to top button
error: Content is protected !!