ताज़ा ख़बरें

বীরভূমে আবারো ধর্ষণের ঘটনা

পশ্চিমবঙ্গের বীরভূমে ধর্ষণের অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে

দিব্যেন্দু গোস্বামী
পশ্চিমবঙ্গ

আবারো বীরভূমে ধর্ষণের ঘটনা ঘটলো মঙ্গলবার। স্থানীয় সূত্রের মারফত জানা যায় বীরভূম জেলার মুরারইএর ধর্ষণের ঘটনাটি ঘটেছে। গত কাল দুপুর একটা নাগাদ একটি বাড়ির ছাদে কয়েকজন যুবক মিলে একজন মহিলাকে উঠিয়ে নিয়ে যায় তারপর সেখানে তাকে ধর্ষণ করে। এমনই অভিযোগ করেছেন ওই মহিলা। মহিলার অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করেছে। ওই মহিলা ধর্ষণের প্রসঙ্গে জানিয়েছেন ওখানকার এক তৃণমূল নেতা তাপস মন্ডলের নাম। তৃণমূল কংগ্রেসের নেতা তাপস মন্ডল যার স্ত্রী বর্তমানে মুরারয় পঞ্চায়েতের সদস্যা সে এই কাণ্ড ঘটিয়েছে বলে ওই মহিলার দাবি। এরপরও তারা যখন থানায় অভিযোগ করতে যান তখনও তাদেরকে বাধা দেওয়ার কথা সামনে নিয়ে আসেন ওই ধর্ষিত মহিলা। ধর্ষিতা মহিলার স্বামী জানিয়েছেন যে আমরা যখন থানায় অভিযোগ করতে যাচ্ছিলাম ঠিক তখনই তাপস মন্ডলের বেশ কিছু দলবল তাদেরকে বাড়ি থেকে বেরোতেও দেওয়া হয়নি। অবিলম্বে লুকিয়ে তারা থানায় এসে অভিযোগ লিপিবদ্ধ করেছে। যদিও এখনো পর্যন্ত তাপস মন্ডলের কোন খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় আবারো প্রমাণ করে দিল পশ্চিমবঙ্গ আছে সেই পশ্চিমবঙ্গ তে বারবার নারী নির্যাতনের ঘটনা তার সঙ্গে সঙ্গে শ্রীলতাহানি নারী নির্যাতন সহ একাধিক মহিলাকে উত্তপ্ত করার ঘটনা প্রমাণ করে দিচ্ছে পশ্চিমবঙ্গের কঙ্কালসার চেহারাটা।

Show More
Back to top button
error: Content is protected !!