![](https://triloknews.com/wp-content/uploads/2024/10/IMG-20240916-WA00171-2.jpg)
দিব্যেন্দু গোস্বামী
বীরভূম পশ্চিমবঙ্গ
- সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করে গত দুদিন আগে ম্যানহোলের মধ্যে ময়লা পরিষ্কার করতে গিয়ে মৃত্যু হয় তিন শ্রমিকের। খোদ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিরোধীরা দাবি করেছে তৃণমূল সরকার এখানে এমনই বেপরোয়া যে সুপ্রিম কোর্টের নির্দেশকেও মানতে চায় না ।একদিকে কলকাতা পৌরসভার অন্তর্গত ট্যাংরা প্রভৃতি এলাকায় যেভাবে একটার পর একটা বাড়ি হেলে পড়ার কারণে ভেঙে দেওয়া হচ্ছে। তাদের পুনর্বাসনের জন্যে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছে না। সেই সময়েই এই ম্যানহোলে শ্রমিক নামিয়ে নোংরা পরিষ্কার করার ঘটনা এবং তিনজন শ্রমিকের মৃত্যু এই নিয়ে রাজ্য সরকারকে কৈফত দিতে হবে বলেও জানিয়েছেন বিরোধী দলগুলি। কলকাতার মেয়র ফিহাত হাকিম জানিয়েছেন তিনজন শ্রমিক কিভাবে ম্যানহোলের ভেতরে নামানো হলো তা নিয়ে তদন্ত করা হবে। অপরদিকে কেন ঠিকাদার কোন মেশিন ছাড়া শ্রমিক দিয়ে এই ধরনের কাজ করাচ্ছিল কার নির্দেশে তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। ইতিমধ্যে ঠিকাদারকে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন তিনি। পুলিশ ইতিমধ্যে ওই ঠিকাদার কে গ্রেফতার করেছে। তবে প্রশ্ন উঠেছে সরাসরি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দিকে। মুখ্যমন্ত্রী এই বিষয়ে কেন কর্ণপাত করছেন না সেই দিকেও প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এর পুরোপুরি তদন্ত অবিলম্বে শুরু করা হয়েছে এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে সাজার ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে গত ২৯ এ জানুয়ারি সুপ্রিম কোর্ট এক নির্দেশ নামায় জানাই ম্যানহোলের মধ্যে কোন রকম ভাবে শ্রমিক নামানো যাবে না। তা সত্ত্বেও এইভাবে শ্রমিক নামিয়ে ম্যানহোল পরিষ্কার করার যে প্রক্রিয়া কলকাতা পৌরসভার পক্ষ থেকে করা হয়েছিল কেন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন এই ঘটনা তার পুরোপুরি অজানা। তবে যে সমস্ত শ্রমিক ম্যানহোলে নেমে মৃত্যুর মুখে পড়ল তাদেরকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। অন্যদিকে কার কথায় এই ধরনের কাজে শ্রমিক ব্যবহার করা হল সেই বিষয়েও তদন্ত করা হবে।