
দিব্যেন্দু গোস্বামী
কলকাতা, পশ্চিমবঙ্গ।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মী সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বিজেপিরা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন জায়গায় যে সমস্ত মানুষেরা বসবাস করে তাদেরকে ভোটার লিস্টে ঢোকানো হয়েছে।এটি বিজেপির চক্রান্ত। এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তিনি নির্বাচন কমিশনার কেউ এক হাত নেন। এতদিন ধরে বিজেপি অভিযোগ করে আসছিল ভূত ভোটারের সংখ্যা। এখন পুরোপুরি তা উল্টে গিয়ে মমতা বন্দোপাধ্যায়ের নজর পড়েছে সেই দিকে। তিনি কালকে একটি লিস্ট নিয়ে হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, বিহার এই সমস্ত অঞ্চলের যে মানুষজন রয়েছে তাদের নাম তোলা হয়েছে ভোটার লিস্টে। এমনই তিনি দাবি করেছিলেন। অন্যদিকে বিজেপি এতদিন ধরে অভিযোগ করে আসছিল যে পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারের সংখ্যা নেহাত কম নয়। সমস্ত ভোটাররা এখানে রয়েছে তাদের ভুয়ো বলে। সেই অভিযোগ কে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস নতুন করে ভোটে ঝাপাতে আরম্ভ করেছে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিযোগ ভুয়ো ভোটারের ক্ষেত্রে সেই ভোটার চিহ্নিত করার কাজেও নেমেছে বঙ্গ বিজেপি। তারাও জানিয়েছে তৃণমূল কংগ্রেস বেছে বেছে এই ধরনের কথা বলে হিন্দু ভোটারদেরকে নিজেদের কাছে পেতে চাইছে। সেই কারণেই তিনি একটি ভোট মূল্যবান তাই সকলকে জানাই যে সমস্ত ভোটাররা রয়েছে তারা যেন ভোটার লিস্টে নিজেদের নাম সঠিকভাবে দেখে নিয়ে তারপর ভোটগ্রহণ কেন্দ্রে যাবেন। এটা তৃণমূলীদের চক্রান্ত।