ताज़ा ख़बरें

শুরু এই বছরের মাধ্যমিক শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা।

আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক বা দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা

দিব্যেন্দু গোস্বামী
বীরভূম, পশ্চিমবঙ্গ

আজ থেকে শুরু এই বছরের মাধ্যমিক বা দশম শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা । পরীক্ষা চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবারও বিশেষ বন্দোবস্ত দিকে দিকে। বাড়তি বাস, ট্রেন এবং অন্যান্য যানবাহন তো থাকছেই সেই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু থাকছে হেল্পলাইন নম্বরও। এবছর মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। এবছর মাধ্যমিকে ছাত্রীদের সংখ্যা ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০। ছাত্রদের সংখ্যা ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩। প্রত্যেক বছরই এই মাধ্যমিক পরীক্ষা কে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে। কোন কোন বছরে যে সমস্ত প্রশ্নপত্র দেওয়া হয়েছে তা হয় ভুল না হয় সেগুলি উত্তরের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে। শুধু এখানেই নয় একটি প্রশ্নের উত্তর একাধিক হওয়ার কারণে সবগুলি সঠিক বলে বিবেচ্য করেছিল মাধ্যমিক পর্ষদ। অন্যদিকে প্রশ্নপত্র আউট হয়ে যাবার কারণে তাও পরীক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছিল সন্তর্পনে। এছাড়া অনেক পরীক্ষা কেন্দ্রে গণ টোকাটুকি খবরও পাওয়া গিয়েছিল। তারই কারণে পর্ষদ এবার সিসিটিভি ক্যামেরা বসানোর কথা বলেছে স্কুলগুলিকে। যার ফলে সিসিটিভির ক্যামেরা দেখে সনাক্ত করা হবে পরীক্ষার্থী কিভাবে পরীক্ষা দিচ্ছে তার পূর্ণাঙ্গ তথ্য। জীবনের প্রথম বড় পরীক্ষায় শামিল হয়েছেন যেসব ছাত্র-ছাত্রী তারা সকলেই চাইছেন এই পরীক্ষায় ভালো নম্বর নিয়ে ভবিষ্যতের রাস্তা আরও পাকা করতে।

Show More
Back to top button
error: Content is protected !!